আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে জেরুজালেমে পা রাখতে না দেয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার বেনি গান্টজ এই মন্তব্য করেন বলে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আরব ৪৮ জানায়।
এর আগে রোববার জেরুসালেমে ফিলিস্তিনি এক শিক্ষক ও ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। দুই পক্ষের গোলাগুলিতে ওই শিক্ষক ও এক ইসরাইলি বসতিস্থাপনকারী নিহত হন। এছাড়া দুই পুলিশসহ আরো তিন ইসরাইলি এই ঘটনায় আহত হন।
৪২ বছর বয়সী ফাদি আবু শুখাইদিম নামের এই শিক্ষককে হামাস নিজেদের সদস্য হিসেবে দাবি করে। এই ঘটনার পরই এমন মন্তব্য করলেন বেনি গান্টজ।
সূত্র : মিডল ইস্ট মনিটর
The post হামাসকে জেরুজালেমে পা রাখতে দেবো না : গান্টজ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be/
No comments:
Post a Comment