Monday, November 29, 2021

আল্লামা জিহাদীর ইন্তেকালে আল্লামা সুলাইমান নোমানীর শোক

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাখজানুল উলুম খিলগাঁও এর মুহতামিম ও শাইখুল হাদিস, আল্লামা হাফেজ নুরুল ইসলাম জিহাদী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া নূরিয়া ইসলামীয়া কামরাংগীরচর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী।

আজ ২৯ নভেম্বর সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা নোমানী বলেন, আল্লামা নূরূল ইসলাম জিহাদী ছিলেন এদেশের সকল মুসলমানের ।জাতীর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দানকারী অকুতোভয় সিপাহসালার। আমাদের দুজনের সমপর্ক হাটহাজারী মাদ্রাসার ছাত্র জামানা থেকে। সে তখন আমার থেকে কিছু জামাত নিচে লেখা পড়া করত। পরবর্তীতে আমরা খতিব ওবাইদুল হক রহ. নেতৃত্বে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়াত এর ব্যানারে এক সাথে কাজ করেছি। উনার ইন্তেকালে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

আল্লামা সুলাইমান নোমানী আরো বলেন, আল্লামা নূরুল ইসলাম সাহেব হুজুর তাঁর হায়াতে যে সকল দ্বীনি খেদমাত আঞ্জাম দিয়েছেন তা সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।

The post আল্লামা জিহাদীর ইন্তেকালে আল্লামা সুলাইমান নোমানীর শোক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/

No comments:

Post a Comment