ফাতেহ ডেস্ক:
ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের দ্বিতীয় ডোজ দেওয়ার চার মাস পর্যন্ত ১০০ ভাগ কার্যকারিতা দেখিয়েছে বলে কোম্পানিটি দাবি করেছে। ট্রায়ালের পর্যবেক্ষণ রিপোর্টের বরাত দিয়ে ফাইজার এমন দাবি করেছে বলে সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২২৮ জনের ওপর টিকা প্রয়োগ করে পর্যবেক্ষণ চালানো হয়েছে। এতে দেখা যায়, দ্বিতীয় ডোজের পরে অন্তত ছয় মাস ফলোআপ করা হলেও, তাদের মধ্যে কারও ক্ষেত্রে তেমন কোনো সমস্যা দেখা যায়নি।
ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা এক বিবৃতিতে বলেন, ‘এই ফলাফল কিশোর-কিশোরীদের ক্ষেত্রে আমাদের টিকা ব্যবহারে আস্থা আরও বাড়িয়ে দেবে। আমরা শিগগির এফডিএ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে এই ফলাফলের তথ্য ভাগ করে নিতে আগ্রহী।’
The post ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সীদের শরীরে ‘শতভাগ কার্যকর’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%9f/
No comments:
Post a Comment