Friday, November 26, 2021

কারাগারে মুসলিম ব্রাদাহুড নেতার ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক:

মিসরের মুসলিম ব্রাদাহুড দলের এক শীর্ষ নেতা দেশটির এক কারাগারে ইন্তেকাল করেছেন। মিসরের এক মানবাধিকার সংস্থা ও তার পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

শক্রবার মিসরের মানবাধিকার সংস্থা ‘উই রেজিস্টার’ তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, মিসরের আল আকরাব জেলে হামদি হাসান নামের ওই মুসলিম ব্রাদাহুড নেতা মারা যান। হামদি হাসানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে কড়া নিরাপত্তার মধ্যে দাফন করা হয়েছে।

২০১৩ সালে ১৯ আগস্ট তারিখে হামদি হাসানকে গ্রেফতার করেছে মিসরীয় কর্তৃপক্ষ। তাকে বেশ কয়েকবার দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছে মিসরের আদালত।

তার ছেলের স্ত্রী জিহাদ মোহাম্মদ তাকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে স্মরণ করেছেন। তিনি ওই পোস্টে বলেন, তাকে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দেয়া হতো না।

এদিকে মিসরীয় কর্তৃপক্ষ হামদি হাসানের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেনি। মিসরীয় কর্তৃপক্ষ কখনো স্বীকার করে না যে তাদের কারাগারে রাজনৈতিক বন্দী আছে।

সূত্র : ইয়েনি শাফাক

The post কারাগারে মুসলিম ব্রাদাহুড নেতার ইন্তেকাল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81/

No comments:

Post a Comment