Saturday, November 27, 2021

ওমরাহর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি

ফাতেহ ডেস্ক:

সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়েছে ওমরাহর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি। যদিও গত বৃহস্পতিবার বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়, ওমরাহের জন্য বয়সের সীমা ১৮-৫০ এর মধ্যে হতে হবে।

আজ শনিবার হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,১৮ ঊর্ধ্ব যেকোনো বয়সী লোক ওমরাহ করতে পারবেন। ঊর্ধ্ব বয়স বেঁধে দেওয়ার সংবাদটি সঠিক নয়।

তবে নীতিমালায় সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক। সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা (ইলেকট্রনিক) নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে।

মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ দুটি অ্যাপ চালু করেছে। এতে যুক্ত হয়ে বিদেশিরা সংশ্লিষ্ট সেবা পাচ্ছেন। সৌদি নাগরিকদের এ বিধান মানতে হচ্ছে।

সূত্র: আরব নিউজ

The post ওমরাহর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d/

No comments:

Post a Comment