Tuesday, November 30, 2021

‘ইহুদিবাদী ইজরাইলের পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্যের জন্য বাস্তব হুমকি’

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু কর্মসূচি হচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য বাস্তব হুমকি। মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করতে হলে সবার আগে ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করতে হবে।

পরমাণু ও গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠন শীর্ষক অধিবেশনে দেয়া বক্তৃতায় মাজিদ তাখতে রাভাঞ্চি একথা বলেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র মুক্ত করতে হলে সবার আগে ইসরাইলকে আন্তর্জাতিক সমস্ত সংশ্লিষ্ট চুক্তি ও সংস্থায় যোগ দিতে বাধ্য করতে হবে এবং এ সংক্রান্ত যত নিয়ম কানুন রয়েছে তার সবই মেনে চলতে হবে।

ইহুদিবাদী ইসরাইলের পরমাণু কর্মসূচিতে আমেরিকার অন্ধ সমর্থন এবং সহযোগিতার কঠোর সমালোচনা করেন ইরানের রাষ্ট্রদূত।

The post ‘ইহুদিবাদী ইজরাইলের পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্যের জন্য বাস্তব হুমকি’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be/

No comments:

Post a Comment