আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলি ইহুদিরা অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে নতুন করে বসতি নির্মাণ করছে। মঙ্গলবার সকালে ইসরাইলিরা জেরিকোর উত্তর-পূর্বাঞ্চলের আইন আল-আওজা গ্রামে ফিলিস্তিনিদের জমিতে এ অবৈধ ইহুদি বসতি নির্মাণ শুরু করে। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র এসব তথ্য দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইলি ইহুদি বসতিস্থাপনকারীরা বিভিন্ন যানবাহন ও নির্মাণ সামগ্রী নিয়ে আইন আল-আওজা গ্রামে তাণ্ডব চালায়। এরপর তারা তাদের বসতি নির্মাণ করার কাজ শুরু করে।
বেশ কয়েক বছর ধরে আইন আল-আওজা গ্রামের বাসিন্দারা ইসরাইলি ইহুদি বসতিস্থাপনকারীদের মাধ্যমে নিপীড়িত হচ্ছেন। এসব ইহুদিরা ফিলিস্তিনিদের বাড়ি-ঘর ধ্বংস এবং তাদের ওপর অত্যাচার করে। এছাড়া এসব ইহুদি বসতিস্থাপনকারী ও ইসরাইলি সেনারা ওই গ্রামের ফিলিস্তিনিদের ওপর বারবার আক্রমণ করছে এবং তাদের ওপর সহিংসতা চালাচ্ছে।
অধিকৃত পশ্চিম তীরের এরিয়া-সি এলাকার এসব ফিলিস্তিনি গ্রামবাসীকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা যেন বিভিন্ন মৌলিক সেবা (শিক্ষা, স্বাস্থ্য সেবা, সমাজ কল্যাণ, পরিবহন, বিদ্যুৎ-জ্বালানি, পানি, স্যানিটেশন ও বর্জ্য অপসারণ সেবা) না পায় তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে ইসরাইলি সরকার। ফিলিস্তিনিদের এ অঞ্চলটি ইসরাইলের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণে আছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
The post পশ্চিম তীরের জেরিকোতে নতুন বসতি নির্মাণ করছে ইজরাইলি ইহুদিরা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4/
No comments:
Post a Comment