Monday, November 29, 2021

কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফাতেহ ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল হত্যা মামলার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এই দুজন হলেন মো. সাব্বির হোসেন (২৮) ও সাজন (৩২)। গতকাল সোমবার রাত পৌনে একটার দিকে কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন সংরাইশ বালুমহাল এলাকায় এই ঘটনা ঘটে।

এই দুজন কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার আসামি। সাব্বির হত্যা মামলার ৩ নম্বর এবং সাজন ৫ নম্বর আসামি। পুলিশ বলছে, সাজন কাউন্সিলর সোহেলের বুকের বাম পাশে গুলি করেছিলেন। আর সাব্বির সোহেলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছিলেন।

সাব্বির হোসেনের বাড়ি কুমিল্লা নগরের সুজানগর পানির ট্যাংক এলাকায়। তিনি ওই এলাকার রফিক মিয়ার ছেলে। সাজনের বাড়ি নগরের সংরাইশ রহিম ডাক্তারের গলির ভেতরে। তিনি ওই এলাকার কাকন মিয়া ওরফে চোরা কাকনের ছেলে।

২২ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লা নগরের পাথুরিয়াপাড়া থ্রিস্টার এন্টারপ্রাইজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাউন্সিলর মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় পাঁচজন গুলিবিদ্ধ হন। এই ঘটনায় পরের দিন রাত সোয়া ১২টার দিকে নিহত কাউন্সিলরের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। গতকাল পর্যন্ত পুলিশ এজাহারভুক্ত পাঁচজন ও সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে বন্দুকযুদ্ধে এজাহারভুক্ত দুই আসামি নিহত হন। বাকি চার আসামি শাহ আলম, সোহেল ওরফে জেল সোহেল, সায়মন ও রনি পলাতক আছেন।

The post কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6/

No comments:

Post a Comment