আন্তর্জাতিক ডেস্ক:
ইসলামী সহযোগিতা সংস্থা ‘দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি) এবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড পরিচালনার জন্য ইজরাইলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানালো।
ওআইসির পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে বলে আজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ইয়েনি শাফাক। বিবৃতিতে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইজরাইলের বিভিন্ন অপরাধের নিন্দাও জানানো হয়েছে।
ওআইসি বলছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইজরাইলি সহিংসতা ও আক্রমণের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরো বাড়তে পারে। তাই ইজরাইলকে এসব অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।
বিবৃতিতে উল্লেখিত দু’ফিলিস্তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কমিটি গঠন করে তদন্ত করার জন্য জাতিসঙ্ঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে আহ্বানও জানানো হয়েছে।
The post ফিলিস্তিনিদের হত্যার জন্য ইজরাইলকে জবাবদিহিতায় আনার দাবি ওআইসির appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d/
No comments:
Post a Comment