Monday, November 29, 2021

হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকাল

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা খালিদ বিন নূর। এছা্ড়া গণমাধ্যমকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তার সাহেবজাদা মাওলানা মোরশেদ বিন নুর।

এর আগে গত শনিবার তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর জানিয়েছিলেন, ‘অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব হঠাৎ স্ট্রোক করেন বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারের তত্ত্বাবধায়নে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন’।

ল্যাবএইড হাসপাতালে ডা. লুৎফুর রহমানের অধীনে মাওলানা নুরুল ইসলাম চিকিৎসাধীন ছিলেন।

The post হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকাল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8/

No comments:

Post a Comment