আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র মসজিদুল হারামে মহানবী (সা.)-এর জীবনীর ডিজিটাল প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তা উদ্বোধন করেছেন গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আল সুদাইস।
মসজিদুল হারামে অনুষ্ঠিত এজেন্সি ফর এক্সিবিশনস অ্যান্ড মিউজিয়াম অ্যাফেয়ার্সের উদ্যোগে এ প্রদর্শনী শুরু হয়। ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে মহানবী (সা.)-এর জীবনী তুলে ধরা হবে। এক মাস পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে পবিত্র গ্র্যান্ড মসজিদের লাইব্রেরির প্রদত্ত ডিজিটাল পাণ্ডুলিপি আছে। এছাড়াও প্রদর্শনীতে মহানবী (সা.)-এর জীবনীমূলক বিভিন্ন বইও রাখা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে শায়খ সুদাই বলেন, পবিত্র মসজিদুল হারামের এ প্রদর্শনী দর্শনার্থীদের ইসলাম ধর্মের মৌলিক বিষয় জানতে সহায়তা করবে। সৌদি সরকারের সার্বিক নেতৃত্বে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের মুসল্লিরা এ কার্যক্রমের মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন সম্পর্কে জানতে পারবেন।
The post মসজিদুল হারামে মহানবীর জীবনী নিয়ে ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c/
No comments:
Post a Comment