Friday, November 19, 2021

আহমাদ সাব্বিরের দুটি কবিতা

একাকিত্বের সাতকাহন

বুকের বাঁ পাশে কারুর উপস্থিতি টের পাই।
টের পাই—হৃদয়ের খুব কাছে
ঝরে যাওয়া বকুলের ঘ্রাণ।
আমার একা লাগে
বকুলের উন্মাতাল ঘ্রাণের ভেতর
হৃদয়ের খুব কাছে
আধো পরিচিত কারুর উপস্থিতির ভেতর—
আমার একা লাগে।

শূন্যে হাত বাড়াই।
ধরতে যাই ধোঁয়া ধোঁয়া কুয়াশার মতোন
উড়ে যাওয়া কারুর মুখচ্ছবি।

খিস্তি ছুঁড়ে দিই শূন্যে—
অধরাই থেকে যায় ভাসমান মেঘ ও
তাবৎ কুয়াশাচ্ছবি।

আমি একা থাকি; বসে—নির্জন এই দিঘীর পাড়ে।
জলের ছলাৎ শব্দে চমকিত হই।
চোখ তুলে দৃষ্টি ছড়িয়ে দিই বহুদূর আলপথে।
চোখের সমুখে আর্দ্র কুয়াশা নেমে আসে।
টের পাই বুকের বাঁ পাশে
কারুর উপস্থিতি।
ঝরে যাওয়া বকুলের সকরুণ ঘ্রাণ।
আমার একা লাগে—
ভীষণ। একলা লাগে।

পদ্ম কাহিনী

মানুশ চেনা খুউব কঠিন—বলতো সে আমাকে৷

জিজ্ঞাসা না বিস্ময় তমিজ করবার অবসর পেতাম না৷ কোন প্রশ্ন কিম্বা বিস্ময়বোধক চিহ্ন খুঁজে পেতাম না তার চেহারায়৷ নির্লিপ্ত ভাব নিয়ে তাকিয়ে থাকত সে জলে৷ যেখানে দুটি পদ্ম পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িয়ে৷

আমাদের তখন দহনকাল৷

আমরা পুড়ছি, ডুবছি আবার ভেসে উঠছি৷ হেঁটে চলছি লক্ষ্যস্থির না হওয়া গন্তব্য পানে৷ কখনও বা ক্লান্ত হলে, চার পা বিবশ হয়ে পড়লে থমকে দাঁড়িয়ে পেছন ফিরে দেখছি—কতোটা পথ পেরিয়ে এসেছি এক সাথে বহূদূর পথ চলবো বলে৷

কোনো কোনো রাতে আবার ভীষণ চাঁদে পেয়ে বসতো আমাদের৷ একসাথে ভাবতাম—প্রকাণ্ড চাঁদের আলোয় ভাসমান মেঘ হবো৷ জোছনা ধোঁয়া রাতে ভেসে যাবো বহুদূর—যেখানে নদী সব পথ ভুলে মিশে গেছে সাগর জলে৷

আবার কোন অপরাহ্নে তার আঙুল ছুঁয়ে বলতাম—চলো, একসাথে পাখি হই; উড়ে যাই পাহাড়ের ওই ওপারে৷

সে শরীর দুলিয়ে হেসে উঠতো৷ হাসি থামিয়ে বলতো—সব পাখি ঘরে ফেরে৷

‘তাতে কী! আমরা হবো নীড় ছেঁড়া পাখি৷’ আমার এ কথা শুনে সে কেঁপে কেঁপে উঠতো৷ আবার তক্ষুনি কাঁপুনি থামিয়ে বলতো—মানুষ চেনা খুউব কঠিন৷

জিজ্ঞাসা না বিস্ময় তমিজের আর অবসর পেতাম না৷ কোনো প্রশ্ন কিম্বা বিস্ময়বোধক চিহ্ন খুঁজে পেতাম না তার চেহারায়৷ নির্লিপ্ত ভাব নিয়ে তাকিয়ে থাকত সে জলে৷ যেখানে দুটি পদ্ম পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িয়ে৷ আর আমি সব ভুলে কেবল থাকিয়ে থাকতাম তার আঁখি গহ্বরে; যেখানে দু’টি পদ্ম পাশাপাশি ঠাঁই দাঁড়িয়ে–গা ঘেঁষে৷

The post আহমাদ সাব্বিরের দুটি কবিতা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/

No comments:

Post a Comment