ফাতেহ ডেস্ক:
বিশিষ্ট আলেমে দ্বীন, খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসার মুহতামিম, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের সহ-সভাপতি ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা জিহাদী রহ. একজন বরেণ্য আলেম ও শিক্ষাবিদ ছিলেন। তিনি বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ছিলেন। ইসলাম ও মুসলমানদের পক্ষে ও নাস্তিক-মুরতাদ ও কাদিয়ানি বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে দেশ, জাতি একজন প্রখ্যাত আলেমকে হারালো।
তারা বলেন, বর্ষীয়ান এই আলেমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারবর্গ, আত্মীয়, ছাত্র, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
The post মাওলানা জিহাদীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/
No comments:
Post a Comment