ফাতেহ ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীকে ঢামেকে নিয়ে আসা পথচারী আবদুল্লাহ আল নোমান জানান, গুলিস্থান হল চত্বরে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় নাঈম।পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীর পরিচয় ও পরিবার সম্পর্কে এখনো জানা যায়নি। তবে আমরা জানতে পেরেছি সে নটর ডেম কলেজের শিক্ষার্থী। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
The post গুলিস্তানে গাড়ির ধাক্কায় নটর ডেমের ছাত্র নিহত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f/
No comments:
Post a Comment