ফাতেহ ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে মাদকের আস্তানায় এক তরুণ খুন হয়েছেন। নিহত তরুণের নাম মো. শিহান মাহমুদ। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার দিনগত রাতে এ হতাহতের ঘটনাটি ঘটেছে উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর সেসিপ মডেল উচ্চবিদ্যালয়ের পাশে পরিত্যক্ত বাড়িতে মাদকের আস্তানায়। এ ব্যাপারে সোমবার সকালে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, হতাহতরা এ দুজনই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তারা আওয়ামী লীগের নৌকা প্রতীকের কর্মী বলে দাবি করেছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো রোববার রাত ৮টার দিকে সেসিপ মডেল উচ্চবিদ্যালয়ের পাশে ওই পরিত্যক্ত বাড়িতে মাদকের আসর বসে। হঠাৎ উচ্চশব্দে কান্নার আওয়াজ শুনে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন শিহান ও আলমগীর হোসেনের হাত-পা ভাঙা ও রক্তাক্ত জখমাবস্থায় মাটিতে পড়ে আছেন। তাদের উদ্ধার করে রাজধানীর অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সোমবার ভোর ৫টার দিকে শিহানের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য রাজধানী হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান আতিক বলেন, সরেজমিন পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে। তবে মাদকের কানেকশন আছে কিনা তাও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
The post মাদকের আস্তানায় খুন আ.লীগকর্মী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97/
No comments:
Post a Comment