ফাতেহ ডেস্ক:
শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার দাবিতে ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রাখেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজের সামনের সড়কে চলাচল করা বাস আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীরা আরও জানান, সরকার হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা দিলেও বাসচালকরা হাফ ভাড়া নেন না। এজন্য আমরা গাড়ি আটকে রেখেছি। বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে।
তবে, এখনও শিক্ষার্থীদের দাবির বিষয়ে বাস মালিক-শ্রমিকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
The post হাফ ভাড়া কার্যকরের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4/
No comments:
Post a Comment