আন্তর্জাতিক ডেস্ক:
পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি ও কাশ্মীরের রাজনীতিক মেহবুবা মুফতিকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়েছে।বুধবার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জম্মুতে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার পরপরই তাকে গৃহবন্দী করা হলো।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সময় নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন মেহবুবা মুফতি। তিনি বলেছিলেন, সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন কার্যকর আছে, তাই নির্দোষ মানুষ হত্যার ব্যাপারে কোনো জবাবদিহিতা নেই।
ইন্ডিয়া টুডে জানায়, সেখানে অভিযানের সময় সোমবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ বেসামরিক নাগরিকসহ ৪ জন নিহত হন।
বুধবার মেহবুবা মুফতি ‘আমাদের হত্যা বন্ধ করুন, হায়দরপোরা হত্যাকাণ্ডের তদন্ত করুন, দায়মুক্তি বন্ধ করুন এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করুন’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দলের গান্ধী নগর সদর দপ্তরের সামনের রাস্তায় বিক্ষোভ করেন।
তবে, পুলিশের একটি দল বিক্ষোভকারীদের মূল রাস্তার দিকে যেতে বাধা দেয়। সাংবাদিকদের মেহবুবা মুফতি বলেছিলেন, যেসব সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার শ্রীনগরে বিক্ষোভ করছে এবং তাদের দেহ হস্তান্তরের দাবি জানাচ্ছে।
এদিকে মেহবুবা মুফতি এক টুইটে জানিয়েছেন, তাকে গৃহবন্দী করার পাশাপাশি তার দলের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
The post মেহবুবা মুফতিকে আবারও গৃহবন্দী করা হলো appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%97%e0%a7%83/
No comments:
Post a Comment