Thursday, November 18, 2021

হাইয়াতুল উলয়ার পরীক্ষায় বসতে পারবে প্রবাসী শিক্ষার্থীরাও

ফাতেহ ডেস্ক:

তাকমিল তথা দাওরা হাদীস পরীক্ষায় নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা ও শর্ত সম্বলিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। দারুল উলূম দেওবন্দ বা বিদেশের অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়ুয়া প্রবাসী শিক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নিতে পারবে বলে জানিয়েছে বোর্ডটি। এজন্য তাদের দেশের বাইরের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ ও ২০২১ সালে ফযীলত অথবা দাওরায়ে হাদীস উত্তীর্ণের সনদ অথবা নম্বরপত্র নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

গণমাধ্যমকেও এ তথ্য জানিয়েছেন বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় নিম্নবর্ণিত ছাত্র-ছাত্রীগণ নিবন্ধনের সুযোগ পাবে-

১. ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দে ৬ বোর্ডের অধীনে ফযীলত (মেশকাত) পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী।

২. ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের ফযীলত (মেশকাত) পরীক্ষার জন্য ফি দাখিলকারী এবং বোর্ড কর্তৃক প্রবেশপত্র লাভকারী ছাত্র-ছাত্রী;

৩. দারুল উলূম দেওবন্দ অথবা বিদেশের অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪৪১ ও ১৪৪২ হিজরী/২০২০ ও ২০২১ ঈসাব্দে ফযীলত অথবা দাওরায়ে হাদীস উত্তীর্ণ ছাত্র-ছাত্রী।

৪. মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী;

৫. আল-হাইআতুল উলয়ার অধীনে ১৪৪১ ও ১৪৪২ হিজরী/২০২০ ও ২০২১ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থী।

৬. ১৪৪১ হি:/২০২০ ঈ: এবং ১৪৪২ হি:/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষায় সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য (যেমনী) পরীক্ষার্থী।

৭. ২০১৭ ঈসাব্দের পূর্বে ৬ বোর্ডের অধীনে অথবা দেশ-বিদেশের কোন কওমি মাদরাসার বার্ষিক পরীক্ষায় দাওরায়ে হাদীস উত্তীর্ণ ছাত্র-ছাত্রী; তবে নিবন্ধনের আবেদনের সঙ্গে আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর চেয়ারম্যান বরাবর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করে দরখাস্ত প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষায় যাদের পরীক্ষার খাতা জব্দ করা হয়েছে, তারা ১৪৪৩ হিজরী/২০২২ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষায় নিবন্ধনের সুযোগ পাবে না।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আরো ৬ টি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তা হল:

১. ১৪৪১ হিজরীর ফযীলত (মেশকাত) পরীক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

২. ১৪৪২ হিজরীর ফযীলত (মেশকাত) উত্তীর্ণগণ ফযীলতের নম্বরপত্রের ফটোকপি নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

৩. দারুল উলূম দেওবন্দ অথবা বিদেশের অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪৪১ ও ১৪৪২ হিজরী/২০২০ ও ২০২১ ঈসাব্দে ফযীলত অথবা দাওরায়ে হাদীস উত্তীর্ণের সনদ অথবা নম্বরপত্র নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

৪. ২০১৭ সনের পূর্বে দাওরায়ে হাদীস উত্তীর্ণের ‘সনদ’ অথবা ‘নম্বরপত্র’ নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

৫. ১৪৪১ ও ১৪৪২ হিজরী/২০২০ ও ২০২১ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় অকৃতকার্যদের ক্ষেত্রে আল-হাইআতুল উলয়া প্রদত্ত ‘প্রাথমিক ফলাফল (প্রতিষ্ঠান)’ কপি নিবন্ধন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।

৬. কোন মাদরাসা উপরোক্ত নিয়মের ব্যতিক্রম করলে পরীক্ষা বিধি অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post হাইয়াতুল উলয়ার পরীক্ষায় বসতে পারবে প্রবাসী শিক্ষার্থীরাও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%89%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f/

No comments:

Post a Comment