ফাতেহ ডেস্ক:
ঢাকার সড়কপথে প্রতিদিন চলাচল করা ৫০ লাখ মানুষের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা মাত্র ৪৯টি। সেগুলোর অধিকাংশই আবার ব্যবহার অনুপযোগী। ওয়ার্ল্ড টয়লেট ডে ২০২১ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে ওয়াটার এইড এ তথ্য জানায়।
জাতিসংঘ প্রতিবছরের ১৯ নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস পালন করে আসছে। এবারে বিশ্ব শৌচাগার দিবস ২০২১ এর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘শৌচাগারের মূল্যায়ন’ (ভ্যালুয়িং টয়লেটস)।
ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান জানান, ঢাকার সড়কপথে প্রতিদিন চলাচল করা ৫০ লাখ মানুষের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা মাত্র ৪৯টি এবং সেগুলোর অধিকাংশই ব্যবহার অনুপযোগী। এই পরিস্থিতির উন্নতির জন্য ওয়াটারএইড বাংলাদেশ প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘মেকিং দ্য পাবলিক টয়লেট ওয়ার্ক’ থিমে পদক্ষেপ নিতে শুরু করে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তারা এ পর্যন্ত ৩০টি পাবলিক টয়লেট নির্মাণ করেছে। বাংলাদেশের একমাত্র সোশ্যাল ইমপ্যাক্ট অর্গানাইজেশন হিসেবে ‘ভূমিজ’ পাবলিক টয়লেটগুলো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করছে।
মেয়র আতিক বলেন, বর্তমানে ৩৫টি পাবলিক টয়লেট নির্মাণের জন্য সিটি করপোরেশনের ফান্ড রয়েছে। কোথায় কোথায় টয়লেট নির্মাণ করা যায় সেটা জানাতে কাউন্সিলরদের আমি বলেছি। পাবলিক টয়লেটে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে।
The post ঢাকায় ৫০ লাখ মানুষের জন্য গণশৌচাগার মাত্র ৪৯টি! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/
No comments:
Post a Comment