Monday, November 15, 2021

সুদানে আল জাজিরার ব্যুরো চিফ আল মুসল্লামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

সুদানে আল জাজিরার ব্যুরো চিফকে গ্রেপ্তার করেছে সে দেশের সেনা সরকার। এর আগে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সাংবাদিকের নাম আল মুসল্লামি আল কাব্বাশি। তার সঙ্গে পরিবারের আর কোনো সদস্য গ্রেপ্তার হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। খবর আল জাজিরার।

কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে অবশ্য সেনা সরকার কিছু জানায়নি। আল জাজিরাও সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে মনে করা হচ্ছে, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্যই গ্রেপ্তার হয়েছেন ওই সাংবাদিক।

মাসখানেক আগে সুদানে সেনা অভ্যুত্থান হয়। শাসনক্ষমতা দখল করেন আবদেল ফাত্তাহ আল বুরহান। বেশ কিছু মন্ত্রী ও নাগরিক সমাজের নেতাকে গ্রেপ্তার করা হয় তখন। তবে পরে জাতিসংঘের চাপে চার মন্ত্রীকে ছেড়েও দেওয়া হয়।

সেনা অভ্যুত্থানের পর থেকেই সুদানে নাগরিক আন্দোলন শুরু হয়েছে। নাগরিক সমাজের একটি বড় অংশ গণতন্ত্রের জন্য রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সুদানের বেশ কিছু গণমাধ্যমও তা সমর্থন করছে। গত শনি ও রবিবার রাজধানী-সহ একাধিক জায়গায় বিশাল বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। অভিযোগ, নিরস্ত্র মানুষের বিক্ষোভ বন্ধ করতে তাদের ওপর গুলি চালিয়েছে সেনা এবং পুলিশ। গণতন্ত্রপন্থী চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, রাজধানীর ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অনেক মানুষ গুলির ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

The post সুদানে আল জাজিরার ব্যুরো চিফ আল মুসল্লামি গ্রেপ্তার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b/

No comments:

Post a Comment