আন্তর্জাতিক ডেস্ক:
এফ-সিক্সটিন যুদ্ধবিমান কেনা ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। জি-টুয়েন্টি সম্মেলনের সাইডলাইনে মুখোমুখি হন এই দুই নেতা। খবর ডেইলি সাবাহর।
বাইডেন-এরদোগান আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান উভয় দেশের কর্মকর্তারা। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তুরস্ককে এফ-সিক্সটিন যুদ্ধবিমান সরবরাহ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর পাশাপাশি দুদেশের মধ্যকার বিরোধপূর্ণ বিভিন্ন ইস্যু সামাল দিতে ওয়াশিংটন-আঙ্কারার ইতিবাচক মনোভাবের বিকল্প নেই।
রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেয় যুক্তরাষ্ট্র। এরপরই দেশটি থেকে এফ-সিক্সটিন কেনার উদ্যোগ নেয় তুরস্ক।
The post এরদোগানের কাছে যুদ্ধবিমান বেচতে রাজি হলেন বাইডেন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/
No comments:
Post a Comment