আন্তর্জাতিক ডেস্ক:
নারীদের জন্য নিরাপদতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্সটিটিউট ফর উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটির পরিচালিত ‘উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি ইনডেক্স ২০২১’ শীর্ষক জরিপের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত থেকে জরিপে অংশ নেয়া ১৫ বছর বা তার বেশী বয়সী নারীদের মধ্যে ৯৮.৫ ভাগই জবাব দিয়েছেন, তারা ‘রাতেও শহরে বা তাদের বসবাসের এলাকায় একাকী চলায় নিরাপদ বোধ করেন।’
অপরদিকে ৯৬.৯ ভাগ অংশগ্রহণকারীর ইতিবাচক জবাব নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর।
সূত্র : সিয়াসত ডেইলি
The post নারীদের জন্য নিরাপদতম দেশ আমিরাত: জরিপ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%a6%e0%a7%87/
No comments:
Post a Comment