Saturday, October 23, 2021

পূজামণ্ডপে হামলার বিচার ট্রাইব্যুনালে করা হবে: আইনমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পূজামণ্ডপে হামলা মামলার যখন প্রতিবেদন পাওয়া যাবে তখন দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে।

আজ শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভিডিও দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ভিডিও এভিডেন্স গ্রহণ করার একটা ধারা আছে। সে ধারায় কোনো অসুবিধা হবে না। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে।

বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এটা মহামান্য রাষ্ট্রপতি দেখেন। আমি আবারও বলছি, হাইকোর্টে বিচারক নিয়োগ দেওয়া চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া চলতেই থাকবে।

নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক প্রমুখ।

 

The post পূজামণ্ডপে হামলার বিচার ট্রাইব্যুনালে করা হবে: আইনমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment