Friday, October 29, 2021

সালমান হাবীবের কয়েকটি কবিতা

রাত্রির শেষভাগে যিনি
আরশ থেকে আকাশে নেমে আসেন
আজকাল মাঝরাতে আমি তার সাথে কথা বলি।
আপনার কথা, আমার কথা, আপনাকে ঘিরে
বেড়ে ওঠা আমার দুঃখবোধের কথা।

আমি অবলীলায় বলে যাই;
তাঁর সাথে আমার দূরত্বের কথা,
আপনার মত করে তাঁকে
ভালোবাসতে না পারার কথা।
তিনি চুপচাপ শোনেন, শুনে যান।
তারপর এক অদ্ভুত প্রশান্তি ঢেলে দেন
অশান্ত হৃদয় জুড়ে।

আমি বিগলিত হই, সিজদায় নত হই।
পাপড়ি ছুঁয়ে দেখে মধ্যরাতের জল।

প্রতিরাতে আরশের অধিপতি
আকাশে নেমে আসেন,
আমি তাই আকাশ ভালোবাসি।
যতটা ভালো আপনাকে বাসি;
তারচেয়েও বেশি আল্লাহকে ভালোবাসি।

মৃত্যুর ক্ষেত্রে ইচ্ছাধীকার থাকলে
আমি এমনই একটা সময় বেছে নিতাম।
জ্যোৎস্না ধোয়া রাতের বিলাপ।
আকাশে সুবহে সাদিক। বাতাসে বৃষ্টির ঘ্রাণ।
মিনারে মিনারে ফজরের এ’লান।
আমার জবানে উচ্চারিত হচ্ছে; লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার— আল্লাহ মহান!

কতদিন মনে থাকে মৃত্যুর শোক!
আমি চলে গেলে— কাঁদবে আকাশ?
আমার শোকে ভারি হবে তোমাদের বুক?

আল্লাহর কাছাকাছি হতে পারিনি তাই
আহত হলে এখনো মানুষের কাছে ছুটে আসি,
অথচ ভুলে যাই; এ মনে জমা যত ক্ষত
তার মাঝে মানুষের আঘাতই সবচেয়ে বেশি!

দাম থাকে না মরা মাইনষের, দাম থাকে না লাশের
মরলে মানুষ দাম বেড়ে যায়— গোরস্তানের বাঁশের!

ঘুমের ভেতর দেখি—
আকাশ ছাপিয়ে আরশে নিয়ে যায়
কোনো এক অচেনা নভোযান।
আমার মুখে তখন উচ্চারিত হয়;
“আর্ রহমান, আল্লামাল কুরআন”!

কেউ কি দেখে—
কার কতটা ক্ষত বুকে, কার কতটা ঘাত,
কেমন করে আঁধার বুকে চুপ হয়ে যায় রাত!
কার কীভাবে ক্ষয় হয়েছে, কার কীভাবে জয়,
কেমন করে স্মৃতির দহন দগ্ধ হৃদয় সয়!

কার কতটা হাসির ভেতর দুঃখ আছে জমা
কে কতটা দুঃখ পেয়েও আগলে রাখে ক্ষমা!
কে কতটা রাত্রি জাগে, কে কতটা দিন
কার হৃদয়ে গেঁথে আছে ব্যথাতুর আলপিন!

কে কতটা একলা একা, কার কতটা দুখ
খুব গোপনে কার ভেঙে যায় দুঃখ পোষা বুক!
কোন মানুষটা বুকের ভেতর মৃত হৃদয় বয়
কার কথাতে মন দিয়ে কে আজ হয়েছে ক্ষয়!

কেউ দেখে না কেউ বোঝে না; নিজের দুঃখ ছাড়া
কবির দুঃখ বুঝতে যাবে— কোন বা হতচ্ছাড়া!

বাবা মানেই মাথার উপর
নির্ভরতার আকাশ,
বাবা মানে ‘লাগবেই এটা’র
বায়না বারো মাস।

বাবা মানেই আমার অসুখ
ঘুম চোখে নেই তার,
বাবা মানেই সাহস জোগান
‘চলো আরেক বার’।

বাবা মানেই হাঁটতে শেখা
ভর করে যার পায়ে,
বাবা মানেই আগেই দেখা
বিপদ ডানে বায়ে।

বাবা মানেই নানান বারণ
ভাল্লাগেনা যাকে,
বাবা মানেই লুকিয়ে কাঁদা
শুনতে বলি মা’কে।

বাবা মানেই যার ছেঁড়া শার্ট
আমার গায়ে নূতন,
বাবা মানেই শাসন করেও
আদর সোহাগ যতন।

বাবা মানেই একটা জীবন
ঘরের জন্য বাঁচা,
বাবা মানেই ক্ষয় করা সব
আস্ত মায়ার খাঁচা।

বাবা মানে এক বিকেলে
হারিয়ে গেছে যে জন,
বাবা মানে অপূর্ব স্থান
আমার প্রিয় স্বজন।

বাবা মানে একটা দোয়া
প্রার্থনাতে ঘেরা
বাবা মানে ‘রব্বীর হামহুমা
কামা রব্বা ইয়ানী ছগীরা’।

 

The post সালমান হাবীবের কয়েকটি কবিতা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac/

No comments:

Post a Comment