Friday, October 29, 2021

হাসান রোবায়েত-এর ‘মোহাম্মাদ’ : চরণে চরণে ছুটে নাতের ফোয়ারা

মুজিব হাসান:

কবিদের জন্য নিজের নামটি কাব্যিক হওয়া কবিতার মতো অলৌকিক ব্যাপার। হাসান রোবায়েতের নামের সঙ্গে—তার হৃদয় ভেজানো কবিতা পড়ার বদৌলতে—পরিচিত হওয়ার পর থেকে এ বোধটুকু মনের মধ্যে গেঁথে যায়। এরকম কাব্যিক নামের অধিকারী একজন কবির কবিতা সময়ের চৌকাঠে সাবআ মুআল্লাকার মর্যাদায় উৎকীর্ণ থাকবে—এতে কোনো সন্দেহ নেই।

হাসান রোবায়েতের কবিতাকে আমার কাছে মনে হয় এক ধরনের মায়াকাজল। পাঠক তার কবিতাগুচ্ছ চোখের সামনে মেলে ধরলে পাপড়িদামে লেগে যায় মুগ্ধতার কালো কান্তি। পঙক্তির পরতে পরতে এত মোহন গচ্ছিত রাখেন তিনি, তার কবিতা পড়লে গেলে সারিবদ্ধ অক্ষরের আয়নায় ভেসে উঠে নিজেরই প্রতিবিম্ব; মনে হয় আমাকে যেন পড়ে চলেছি আমি—এমন আত্মপাঠের সৌরভে ভরপুর তার কবিতা-কানন। ‘মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ সেই কবিতা-কাননের এক দিব্যকান্তি ফুলের প্রস্ফুটন।

ঘনঘোর ফ্যাসিবাদের ধোঁয়াশাচ্ছন্ন সময়ে হাসান রোবায়েতের ‘মোহাম্মাদ’ এক আদর্শিক আলোর মশাল; যে আদর্শের প্রোজ্জ্বল বাতিঘর রাসুল মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ চিরায়ত বিশ্বাসের বোধ থেকে বিকশিত হয়েছে তার হৃদয়জ পঙক্তিমালা, চরণে চরণে ছুটেছে নাতের ফোয়ারা।

সকল মানবাত্মার অভিকর্ষ যাঁর দিকে, তিনি আমাদের নবীজি; তাঁকে নিয়ে কবির পরম পঙক্তি—
‘গুহারও হেরা থাকে
যেমন মানুষের মোহাম্মাদ—’

যাঁর মাধুরিময় চরিত্রের পরাগ আমাদের সম্মোহিত করে, নিখাদ সৌন্দর্যের কেন্দ্রবিন্দু তিনি, আমাদের সান্দ্র রাসুল, তাঁকে নিয়ে কবির অমিয় অভিব্যক্তি—
‘সমস্ত ফুলের কাছে তার ঘ্রাণই যেন মোহাম্মাদ—’

মনের গহন থেকে সুরের মোহন মিশিয়ে নিজের ভাষায় রাসুলকে ডাকার চেয়ে সুখকর আর কিছু নেই। প্রতিজন বাংলাভাষী উম্মতের অমিয় আকুতি এটি—
‘রসুল, তোমাকে যেন চিরকাল ডেকে উঠি বাংলা ভাষায়—’

এ বাংলাভূমি থেকে মদিনার দূরত্ব যোজন দূরে। কিন্তু রাসুলকে ডাকার প্রতিটি দিক হয়ে যায় মদিনার অভিমুখ—
‘যেখানেই ডাকা যায় মোহাম্মাদ, সেখানেই মদিনা—’

রাসুলের ইশক চিরদূর মদিনাকে এনে দেয় বাংলা-মাটির প্রতিটি চরণপাতে—
‘ইশক এমন
যেখানেই পা রাখি হয়ে যায় মদিনার পথ—’

নবীজির ভালোবাসা তাঁকে এনে দেয় সন্নিকটে। ব্যাকুল হৃদয় মানে না কোনো দূরত্ব—
‘নবীজির ছায়া থেকে আমার দূরত্ব ততদূর
খাদিজার ঘর থেকে যতদূর হেরার সুড়ঙ’

দরদিয়া রাসুলের জন্য উম্মতের আকুল হৃদয়ের সমস্ত কান্না—
‘আমার প্রতিটা মোহাম্মাদ
চলে যায় ফাতেমার কান্নার দিকে—’

কথা ও কলমের প্রতিটি সেরেনাদ নবীজির প্রতি সমর্পিত দরুদ—
‘কার যেন মায়ের দরুদ ইতস্তত গড়িয়ে যাচ্ছে নবীজির রওজা বরাবর—’

ফ্যাসিবাদের বিষাক্ত ছোবলে জর্জরিত আজকের সমাজ। এর বিরুদ্ধে স্ফুরিত এসময়ের প্রতিটি অকুতোভয় কণ্ঠস্বর যেন একেকটি বদর—
‘যেকোনো বদর যেন জেগে ওঠে জুলুমের পাশে—’

বস্তুবাদের মাতাল হাওয়া আঘাত হানছে চিরন্তর বিশ্বাসের কপাটে। তারা কেড়ে নিতে চায় উদীপ্ত হৃদয়ের অমিয় বিভূতিগুলো। এসময়ে কবির পঙক্তিতে অরুণিমার মতো ভেসে ওঠে এ আশাবাদ—
‘যদি আবরাহা কাছে আসে তবে কাবার বিজয়ও খুব দূরে নয়—’

মোহাম্মাদ-এর কবি হাসান রোবায়েত, তার এসব পরম পঙক্তির কারণে হয়ে উঠেছেন বাংলাভূমির শায়েরে রাসুল-নবীজির কবি। তার প্রতি রইল আমাদের কোটি হৃদয়ের হার্দিক শুভ কামনা। জয়তু হাসান রোবায়েত!

The post হাসান রোবায়েত-এর ‘মোহাম্মাদ’ : চরণে চরণে ছুটে নাতের ফোয়ারা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d/

No comments:

Post a Comment