Wednesday, October 27, 2021

‘ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের নিরাপত্তা হরণের জন্য বানানো হয়নি’

ফাতেহ ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইন অপব্যবহার হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের নিরাপত্তা হরণ করার জন্য বানানো হয়নি বলে জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম মানাতে যত ধরনের চাপ দেয়া দরকার, তার সবই দিচ্ছে সরকার। ৩০০টি ফেসবুক আইডি বন্ধ করতে বলা হয়েছিল, তার মধ্যে ২৬৪টি বন্ধ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ফেসবুকের ভিডিও, ছবি ও লাইভ সবই বন্ধ করা সম্ভব। কিন্তু বাংলাদেশ ফেসবুকের জন্য বিশাল বাজার বলে মন্তব্য করেন মন্ত্রী। আর এ সময় গুজব রটানোও খুব কঠিন হয়ে যাবে বলে মনে করেন তিনি।

The post ‘ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের নিরাপত্তা হরণের জন্য বানানো হয়নি’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ae/

No comments:

Post a Comment