Monday, October 25, 2021

খুলনায় পুকুরে মিললো বাবা-মা-মেয়ের মরদেহ

ফাতেহ ডেস্ক:

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের কাছের একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- হাবিবুল্লাহ, তার স্ত্রী ও মেয়ে।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একই পরিবারের তিনজনকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

The post খুলনায় পুকুরে মিললো বাবা-মা-মেয়ের মরদেহ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/

No comments:

Post a Comment