ফাতেহ ডেস্ক:
ক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ কিলিং মিশনে অংশ নেয়া সন্দেহে গ্রেফতার তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে উখিয়া থানা পুলিশ তাদের পাঁচ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার ভোরে মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্য আজিজুল হকসহ চারজনকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার সন্ধ্যায় কিলিং স্কোয়াডের টপ পাঁচের একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। অপর গ্রেফতার তিনজন হলেন, কুতুপালং ক্যাম্প-১-এর ডি-৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি-ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ। উখিয়া থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আজ মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদন শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্টে (ডি ব্লক) নিজ অফিসে অবস্থানকালে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে মুহিবুল্লাহকে। এখন পর্যন্ত এ হত্যা মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
The post মুহিবুল্লাহ হত্যা : ৩ জন ২ দিনের রিমান্ডে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a7%a9-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a7%a8-%e0%a6%a6/
No comments:
Post a Comment