আন্তর্জাতিক ডেস্ক:
চীন যদি তাইওয়ানে হামলা চালায়, তাহলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র । প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের পক্ষ অবলম্বন করে এমন মন্তব্য করেছেন টাউন হলে। তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্র কি তাইওয়ানকে রক্ষা করবে? এর জবাবে জো বাইডেন বলেন- হ্যাঁ, এটা করার জন্যই আমাদের প্রতিশ্রুতি রয়েছে।
অন্যদিকে তাইওয়ান বলেছে, এ ইস্যুতে তাদের নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটাবে না। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে যখনই তাইওয়ানকে সুরক্ষা দেয়ার মত কণ্টকিত ইস্যু সামনে আসে, তখনই যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবত কৌশলগত অস্পষ্টতা অবলম্বন করে আসছে।
তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশে হিসেবে গণ্য করে আসছে চীন। একই সঙ্গে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে যুক্ত করার প্রত্যয় ঘোষণা করেছে চীন। বলেছে, যদি প্রয়োজন হয় তাহলে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে চীনের সাথে যুক্ত করা হবে।
কিন্তু তাইওয়ান নিজেদেরকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। এখানে আরো উল্লেখ করার মতো বিষয় হলো, তাইওয়ানের সাথে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। কিন্তু তারা তাদের কাছে অস্ত্র বিক্রি করে থাকে। এটা করা হয় তাইওয়ান রিলেশন্স অ্যাক্ট- এর অধীনে। এতে বলা হয়েছে তাইওয়ানকে তার আত্মরক্ষায় সাহায্য করবে যুক্তরাষ্ট্র।
তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র জাভিয়ের চেং বলেছেন, তাইওয়ান তার নিজের আত্মরক্ষা নিশ্চিত করবে। তবে তাইওয়ানকে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন।
The post তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি বাইডেনের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/
No comments:
Post a Comment