Saturday, October 23, 2021

‘দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ‌ঐক্য চাই’

ফাতেহ ডেস্ক:

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন‌ ইযহার আজ সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত নেজামে ইসলাম পার্টির প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে এক ভার্চুয়াল কনফারেন্সে মতবিনিময় কালে একথা বলেন।

তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে একটা স্বার্থান্বেষী মহল গভীর চক্রান্ত শুরু করেছে। সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে একজন প্রতিমন্ত্রী রাষ্ট্র ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের উস্কানি দিচ্ছে। সরকারকে এখনই এই বিষয়ে অবস্থান স্পষ্ট করার দাবী জানান তিনি।

উক্ত ভার্চুয়াল কনফারেন্সে আরও যুক্ত থেকে মতামত দেন পার্টির যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, প্রবাসী নেতা মাওলানা নজীর আহমদ, মাওলানা ইরফান হালিম, মাওলানা শুয়াইব সুলাইমানী, মাওলানা আমানুল্লাহ, মাওলানা আবু সালেহ সহ আরব আমিরাতে অবস্থানরত নেজামে ইসলাম নেতৃবৃন্দ।

The post ‘দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ‌ঐক্য চাই’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ad%e0%a7%8c%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae/

No comments:

Post a Comment