আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) ঋণের জবাবে অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে চলেছে ইসরায়েলি ইলেকট্রিসিটি কম্পানি (আইইসি)। গতকাল স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানায়।
ইসরায়েলি গণসম্প্রচার করপোরেশন কান এর তথ্যানুসারে, আইইসি জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পাওনা ৫০০ মিলিয়ন শেকেল (১৫৭ মিলিয়ন ডলার) পরিশোধ না করায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘পিএ’কে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও জানায় সম্প্রচারমাধ্যমটি।
ফিলিস্তিনি পরিচালিত জেরুজালেম ডিস্ট্রিক্ট ইলেকট্রিসিটি কম্পানি (জেডিইসিও) আইইসি থেকে বিদ্যুৎ কিনে পশ্চিম তীরের গ্রাহকদের কাছে বিক্রি করে। পশ্চিম তীরের ফিলিস্তিনিরা তাদের ৯৫ শতাংশেরও বেশি বিদ্যুৎ সরবরাহের জন্য আইইসির ওপর নির্ভর করে।
সূত্র : মিডল ইস্ট মিরর
The post অধিকৃত পশ্চিম তীরে বিদ্যুৎ বন্ধ করতে যাচ্ছে ইজরাইল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/
No comments:
Post a Comment