Monday, October 25, 2021

সুদানে সামরিক বাহিনীর জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

সুদানের সভরেইন কাউন্সিলের চেয়ারম্যান ও দেশটির সামরিক বাহিনীর সাবেক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান সুদানে জরুরি অব্স্থা জারি করেছেন। একইসাথে ক্ষমতাসীন সরকারকে বিলুপ্তির ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন তিনি।

ভাষণে তিনি বলেন, ২০১৯ সালের সমঝোতা অনুযায়ী সামরিক ও বেসামরিক নেতৃত্বের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন বিষয়েই বিবাদ চলছে যা শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। ঘোষিত রাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার সংরক্ষণের প্রয়োজনে সামরিক বাহিনী এই পদক্ষেপ নিয়েছে।

একইসাথে সুদানে ক্ষমতাসীন থাকা সামরিক ও বেসামরিক নেতৃত্বের অংশীদারভিত্তিক সভরেইন কাউন্সিলের বিলুপ্তির ঘোষণা দেন তিনি।

জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান আরো জানান, ২০২৩ সালের জুলাইয়ে সুদানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অপরদিকে সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকের দফতর থেকে এক বিবৃতিতে বিক্ষোভকারীদের সড়ক দখল করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ‘আমরা সুদানের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে চোরদের কাছ থেকে অধিকার ছিনিয়ে নেয়ার।’

এদিকে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে সামরিক বাহিনী। সুদানের সামরিক বাহিনীর অভ্যুত্থানের পক্ষে বিবৃতি দিতে অস্বীকার করার কারণে তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে বলে সুদানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়

সূত্র : আলজাজিরা

The post সুদানে সামরিক বাহিনীর জরুরি অবস্থা জারি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b0/

No comments:

Post a Comment