Monday, October 25, 2021

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে সে দেশের সেনাবাহিনী। এতে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে এবং আরো ১৪০ জন আহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, সেনাবাহিনীর অভ্যুত্থানের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। সে দেশের রাজধানী খারতুমে বিক্ষোভরতদের ওপর সেনাবাহিনী গুলি চালিয়েছে।

সুদানের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪০ জন।

এদিকে সুদানের সেনাবাহিনীর নেতা সে দেশের অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়েছেন। সেই সঙ্গে সুদানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সুদানে সেনাবাহিনীর অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সে দেশের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ অন্যান্য বেসামরিক বন্দি নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত সুদানের বিশেষ দূত ভোলকার পার্থস বলেন, যাদের বেআইনিভাবে আটক বা গৃহবন্দি করা হয়েছে তাদের দ্রুত ছেড়ে দিন।

সূত্র: এএনআই।

The post সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৭ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80/

No comments:

Post a Comment