Thursday, October 21, 2021

৫০০ কেজি সরকারি চাল বিক্রি করতে গিয়ে ধৃত ইউপি সদস্য

ফাতেহ ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হতদরিদ্রদের চাল কালো বাজারে বিক্রি করার জন্য নেয়া হচ্ছিল। এ সময় হাতেনাতে ধরা পরে নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়েছে উল্লাপাড়া সদর ইউনিয়নের এক ইউপি সদস্য। বুধবার রাত ৯টার দিকে উল্লাপাড়া পৌর শহরের বাখুয়া ওয়াপদার মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি ইউপি সদস্যের পাশাপাশি চাল ডিলারশিপের ব্যবসা করতেন। বুধবার রাতে বড়হর ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ হতদরিদ্রদের চাল পাচার হবে- এমন সংবাদে স্থানীয় দুই সাংবাদিকসহ কয়েকজন বাঘুয়া ওয়াপদা মোড়ে অবস্থান নেয়। রাত নয়টার দিকে চাল কালো বাজারে নেয়ার পথে বাঘুয়া মোড়ে চালের ভ্যানসহ ইউপি সদস্যকে তারা ধরে ফেলে। এ সময় ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি ধস্তাধস্তি করে পরনের লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির আজাদ জানান, ঘটনাস্থলে পৌছে ৫০০ কেজি চাল উদ্ধারসহ ইউপি সদস্যের রেখে যাওয়া লুঙ্গি-জুতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

The post ৫০০ কেজি সরকারি চাল বিক্রি করতে গিয়ে ধৃত ইউপি সদস্য appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0/

No comments:

Post a Comment