আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম তীরের হেবরন শহরের ইব্রাহিমি মসজিদকে মুসলমানদের জন্য বন্ধ করে দিয়েছে ইজরাইল। এখন এ মসজিদটিতে নামাজ আদায়ের জন্য মুসলমানদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন এ মসজিদের পরিচালক। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
আনাদোলু এজেন্সিকে ওই মসজিদের পরিচালক শেখ হেফফি আবু আসিনিনা বলেন, ইজরাইলের সেনাবাহিনী শুধুমাত্র ইহুদি বসতি স্থাপনকারীদের ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে দিচ্ছে। ইহুদিদের ছাইয়ে সারাহ উৎসব পালনের জন্য তাদেরকে ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে দেয়া হয়।
শুক্রবার দুপুর ৩টার দিতে এ মসজিদ বন্ধ করে দেয়া হয়। শনিবার এ মসজিদ বন্ধ করে দেয়া হয় রাত ১০টার দিকে।
প্রত্যেক বছর ইহুদিদের ধর্মীয় উৎসবের সময় ইজরাইলি সেনাবাহিনী ১০দিনের জন্য মুসলমানদেরকে এ মসজিদে প্রবেশ করতে দেয় না।
ইহুদি ও মুসলিম ধর্মের মানুষদের কাছে হেবরনের ইব্রাহিমি মসজিদ খুবই প্রবিত্র এক স্থান। দু’ধর্মের মানুষদের বিশ্বাস এখানে ইব্রাহিম, ইয়াকুব ও ইসহাক নবীর কবর আছে। ১৯৯৪ সালে বারুক গোল্ডস্টেইন নামের এক ইহুদির হাতে ২৯ ফিলিস্তিনি নামাজরত অবস্থায় গণহত্যার শিকার হন। এ গণহত্যার পর ইব্রাহিমি মসজিদকে ইহুদি ও মুসলিমদের মধ্যে ভাগ করে দেয় ইজরাইলি কর্তৃপক্ষ।
সূত্র : ইয়েনি শাফাক
The post মুসলমানদেরকে ইব্রাহিমি মসজিদে ঢুকতে দিচ্ছে না ইজরাইল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae/
No comments:
Post a Comment