Tuesday, October 26, 2021

ইসলামী আন্দোলনের ৩ প্রার্থীর মনোনয়নপত্র ‘ছিনতাই’

ফাতেহ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল সোমবার ( ২৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আওয়ার ইসলাম।

মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া প্রার্থীরা হলেন- কালীগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি ও কোলা ইউনিয়নে মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন, নিয়ামতপুর ইউপির প্রার্থী মো. লিয়াকত হোসেন ও রায়গ্রাম ইউপির প্রার্থী মো. আনোয়ার হোসেন মন্টু।

জানা গেছে, উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার সময় শহরের নিমতলা মসজিদ এলাকায় নামাজ আদায় করার জন্য প্রস্তুতির সময় একদল যুবক তাঁদের কাগজপত্র ছিনিয়ে নেন। ওই যুবকেরা তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজন নেই বলেও তাদেরকে শাসান।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ক্ষমতাসীন দলের লোকজন প্রভাব খাটিয়ে এমন ঘটনা ঘটিয়ে আসছেন। ভোট চুরির রাজনীতি মধ্যেই বাংলাদেশ নির্বাচন নিয়ে ‘সন্ত্রাসী তৎপরতা’ শুরু হয়েছে।

দলটির কালীগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি ও কোলা ইউনিয়নে মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন বলেন, এটা সম্পূর্ণ আইনবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড। ঘটনার পরপরই তাঁরা নির্বাচন অফিসে গিয়েছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনকে বিষয়টি অবহিত করেছেন। তিনি লিখিত অভিযোগ দিতে বলেছেন। নিরাপত্তাজনিত কারণে আজ তাঁরা লিখিত অভিযোগ দিতে পারেননি, তবে শিগগিরই অভিযোগ জমা দেবেন বলে জানান।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, তার কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন কয়েকজন। যাঁদের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন, তিনি তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ফলে তাঁদের এখনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

The post ইসলামী আন্দোলনের ৩ প্রার্থীর মনোনয়নপত্র ‘ছিনতাই’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment