আন্তর্জাতিক ডেস্ক:
দখল করা পশ্চিম তীরে আরও ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে ইজরাইল। গতকাল রোববার ইজরাইলের গৃহায়ণ মন্ত্রণালয় এ কথা জানায়। পশ্চিম তীরে আরও বসতি স্থাপনের এ ঘোষণা আসার পর ফিলিস্তিন, মানবাধিকারকর্মী ও প্রতিবেশী জর্ডান এর নিন্দা জানিয়েছে। খবর আল-জাজিরার।
খবরে বলা হয়েছে, গতকাল এ ঘোষণা দিয়ে ইজরাইলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার জানায়, পশ্চিম তীরে ১ হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণের জন্য তারা টেন্ডার প্রকাশ করেছে।
দুই হাজারের বেশি বাসিন্দা থাকবে নতুন বসতিগুলোয়। গত আগস্টে পশ্চিম তীরে এসব বসতি নির্মাণের অনুমোদন দেয় ইজরাইল সরকার।
ইজরাইলের গৃহায়ণমন্ত্রী জিভ এলকিন ডানপন্থী দল নিউ হোপ পার্টির একজন সদস্য। তিনি এক বিবৃতিতে বলেন, ইহুদিবাদী দৃষ্টিভঙ্গি কার্যকরের জন্য (পশ্চিম তীরে) ইহুদিদের উপস্থিতি জোরদার করা জরুরি।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়াহ এর নিন্দা জানিয়েছেন। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি ইজরাইলের এই বসতি নির্মাণকে ফিলিস্তিনিদের ওপর ‘আগ্রাসন’ বলেও বর্ণনা করেছেন। এ সময় ইজরাইলি আগ্রাসন ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
The post পশ্চিম তীরে আরও ১ হাজার ৩৫৫ বাড়ি নির্মাণের ঘোষণা দখলদার ইজরাইলের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%ab/
No comments:
Post a Comment