Wednesday, October 27, 2021

তরুণদের টিকা দিতে উদ্বুব্ধ করতে ইউটিউবারদের সাহায্য চাইছে তুরস্ক

ফাতেহ ডেস্ক:

করোনায় বেশি আক্রান্ত হলেও তরুণদের মধ্যে টিকার নেওয়ার অনাগ্রহ বেশি। এ বিপত্তি এড়াতে ও টিকা নিয়ে সংশয় দূর করতে জনপ্রিয় ইউটিউবারদের দ্বারস্থ হয়েছে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটিতে অনেকেই দুটি করে সিনোভ্যাক টিকা নিলেও বুস্টার ডোজ এড়িয়ে গেছেন এবং ১৮ থেকে ২৪ বছর বয়সীদের অনাগ্রহের কারণে টিকাদানের গতি মন্থর হয়ে এসেছে। অথচ ৪০ শতাংশ সক্রিয় রোগীর বয়স ২৩ বছরের নিচে।

এ প্রেক্ষিতে তরুণদের কাছে পৌঁছাতে ও টিকার গুরুত্ব বুঝিয়ে টিকাদানের গতি বাড়ানো ও সংক্রমণের হার কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ইউটিউবারদের সাহায্য চাইছে। তবে এ নিয়ে কী পরিকল্পনা করা হয়েছে তা পরিষ্কার নয়।

স্থানীয় ডেইলি হুরিয়াতকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাভাইরাস সায়েন্স বোর্ডের প্রফেসর সেমা কালতুফান তুরান বলেন, সামাজিক জীবন বজায় রাখতে, স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যেতে ও প্রিয়জনকে রক্ষা করতে তরুণদের টিকা নিতেই হবে।

তুরস্কের প্রায় ৩০ লাখ নাগরিক দুই ডোজ টিকা নিলেও এড়িয়ে গেছে তৃতীয় ডোজ। বিশেষজ্ঞরা বলছেন, এদের বেশির ভাগের বয়স ৬৫ বছরের ওপরে এবং তারা ঝুঁকির মুখে রয়েছে।

The post তরুণদের টিকা দিতে উদ্বুব্ধ করতে ইউটিউবারদের সাহায্য চাইছে তুরস্ক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac/

No comments:

Post a Comment