Sunday, October 24, 2021

গণমাধ্যমে ব্যক্তিগত বিনিয়োগ বন্ধ করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:

গণমাধ্যমে ব্যক্তিগত বিনিয়োগ বন্ধের পরিকল্পনা করেছে চীন। গণমাধ্যমের সবক্ষেত্র নিয়ন্ত্রণে চীনা সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে।

খসড়া নির্দেশিকা অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর গণমাধ্যমে বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এমনকি বিদেশি গণমাধ্যমের কোনো সংবাদও পুনঃপ্রকাশ করা যাবে না বলে খসড়া নির্দেশিকার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে।

এ প্রসঙ্গে চীনের রাজনৈতিক বিশ্লেষক উ জুওলাই বলেন, কমিউনিস্ট পার্টি সব সংবাদ এবং সমালোচনাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

সাধারণত চীনের সংবাদপত্রের মতো গণমাধ্যমগুলো মূলত সরকারি খাতের মাধ্যমে অর্থায়ন করা হয়। তবে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমগুলো ব্যক্তিগত ও বিদেশি বিনিয়োগের ওপর নির্ভরশীল।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) মতে , ইন্টারনেটের ওপর অব্যাহতভাবে নজিরবিহীন সেন্সরশিপ, নজরদারি ও প্রপাগান্ডা চালিয়ে চীন সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ দেশের তালিকায় নাম লিখিয়েছে। এমনকি লেখকদের জন্যও ‘বড় জেলারে’ পরিণত হয়েছে দেশটি।

The post গণমাধ্যমে ব্যক্তিগত বিনিয়োগ বন্ধ করছে চীন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/

No comments:

Post a Comment