Sunday, October 31, 2021

হিজাব খুলতে বাধ্য করায় ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক:

একজন পুরুষ অফিসারের সামনে বুকিং ছবির জন্য হিজাব অপসারণে বাধ্য করায় শহরের ৪জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একজন মুসলমান নারী ফেডারেল মামলা দায়ের করেছেন। মামলায় শহরটির পুলিশ প্রধান ডেনিস এমি, দুজন পুলিশ কর্মকর্তা এবং একজন পুলিশ সার্জেন্টকে আসামি করা হয়েছে। খবর ডেট্রয়েট নিউজ।

গত সেপ্টেম্বর মাসে এক সংবাদ সম্মেলনে হেলানা বোয়ে নামের একজন মুসলিম নারী অভিযোগ করেন যে, ফার্নডেল পুলিশ তাকে তার নাগরিক অধিকার লঙ্ঘন করে বুকিংয়ের ছবির জন্য হিজাব খুলতে বাধ্য করে। তিনি ক্ষতির পাশাপাশি আদালতের আদেশ চাইছেন যাতে পুলিশ বিভাগকে ছবি বুকিংয়ের জন্য কোনও এবং সমস্ত ধর্মীয় মাথার আবরণ অপসারণের প্রয়োজন হতে নিষেধ করা হয়।

বোয়ে আদালতকে ফার্নডেল পুলিশকে আদেশ দিতে বলছেন যে হিজাব ছাড়া তার তোলা ছবিটি কখনোই প্রচার না করা, জনসাধারণের রেকর্ড থেকে সরিয়ে ফেলা এবং ভবিষ্যতে সমস্যা প্রতিরোধের জন্য অ-বৈষম্যহীন নীতি গ্রহণ করে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা এমআই-সিএআইআর-এর মিশিগান অধ্যায় বোয়ের সাথে একটি সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগ সমাধানের আহ্বান জানায়। এই দলের কর্মকর্তারা বলেছেন, বোয়ের নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ মোকাবেলায় ব্যর্থ হলে তারা কেবল মাত্র শহরের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিন্তু তাদের কাছ থেকে কোন সাড়া মেলেনি। এর প্রায় এক মাস পর হেলানা বোয়ে গতকাল শুক্রবার রাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্টের যুক্তরাষ্ট্রের জেলা আদালতে মামলাটি দায়ের করেছেন।

The post হিজাব খুলতে বাধ্য করায় ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%aa-%e0%a6%aa/

No comments:

Post a Comment