Wednesday, October 20, 2021

ঢাকাসহ ৫ বিভাগে করোনায় মৃত্যু নেই

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিভাগসহ দেশের পাঁচ বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় দেশের বাকি তিন বিভাগে করোনা সংক্রমিত ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৭ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৬৯ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মোট ২০ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮০। আগের দিন এ হার ছিল ২ দশমিক ২০।

The post ঢাকাসহ ৫ বিভাগে করোনায় মৃত্যু নেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83/

No comments:

Post a Comment