Friday, October 1, 2021

খেলাফতের জোট ছাড়া নিয়ে যা বললো গয়েশ্বর

ফাতেহ ডেস্ক:

খেলাফত মজলিসের জোট ছাড়ার পেছনে সরকারকে দায়ী করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জোট ছাড়ার সবচেয়ে বড় কারণ সরকারের পক্ষ থেকে দলগুলোর প্রতি চাপ। এছাড়া দলগুলোর মধ্যে বিরোধও রয়েছে। একটি অংশ চলে গেলেও আরেকটি অংশ বিএনপির সঙ্গে রয়েছে।

তিনি বলেন, ইসলামী দলগুলোর নেতারা বেশিরভাগ ক্ষেত্রে মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক। তারা তাদের প্রফেশন ধরে রাখার জন্য অনেক সময় বাধ্যও হন এমন সিদ্ধান্ত নিতে।

প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে শরিক দল খেলাফত মজলিস। শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিং থেকে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।

এর আগে, শুক্রবার বিকালে ৪ টায় রাজধানীর বাদ জুমা পুরানা পল্টনের কালভার্ট রোডস্থ সিগাল রেস্টুরেন্টে কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাকের পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

The post খেলাফতের জোট ছাড়া নিয়ে যা বললো গয়েশ্বর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2/

No comments:

Post a Comment