আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের বিশাল একটি মাঠে তালেবানের সমর্থনে প্রায় ১ হাজার মানুষ সমাবেশ করেছেন। গত আগস্টে তালেবানের ক্ষমতা দখলের পর রোববার তাদের প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ করেছেন তারা।
রাজধানী কাবুলের উপকণ্ঠের খোদামান শহরের সমাবেশে পুরুষ ও কিশোরদের অংশ নিতে দেখা যায়। এ সময় তারা তালেবানের কর্মকর্তাদের বক্তৃতা শুনছিলেন। সমাবেশে অংশ নেওয়া অনেকের মাথায় তালেবানের সাদা এবং কালো কাপড় বেঁধে উল্লাস করতে দেখা যায়। তালেবানের সদস্যদের তালেবানের পতাকা, অ্যাসল্ট রাইফেল এবং রকেট লঞ্চার হাতে সমাবেশস্থলে ঘুরতে দেখা যায়।
The post কাবুলে তালেবানের সমর্থনে হাজারও মানুষের সমাবেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%87/
No comments:
Post a Comment