আন্তর্জাতিক ডেস্ক:
২০৫০ সালের মধ্যেই অনুপ্রবেশকারীরা আসাম দখলের নীল নকশা বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার (২ অক্টোবর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন আসামের মুখ্যমন্ত্রী।
কয়েকদিন আগেই আসামের দরং জেলায় অবৈধ বসতি উচ্ছেদ করা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছিল আসাম। সেই অশান্তির নেপথ্যে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে দায়ী করেছিলেন হিমন্ত।
তার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে পিএফআইয়ের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস সংবাদমাধ্যমে বলেন, আরএসএস ভয় পেয়েছে। তাই যারা ন্যায়ের দাবি তুলছে, তাদের কণ্ঠরোধ করতে চাইছে তারা। আরএসএস ও বিজেপির বিরুদ্ধে কথা বলার কেউ নেই। যখনই আমরা মানুষের জন্য কথা বলতে চেয়েছি ওরা এই ধরনের প্রপোগান্ডা শুরু করেছে।
দরংয়ের ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছে তাতে অন্যতম অভিযুক্ত হিসেবে পিএফআইয়ের নাম রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ব্যাপারে হিমন্তের কাছে প্রমাণ আছে বলেও জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। তবে পিএফআই বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
The post ২০৫০ সালের মধ্যেই অনুপ্রবেশকারীরা আসাম দখল করবে: হিমন্ত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/
No comments:
Post a Comment