Saturday, October 2, 2021

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ নভেম্বরের মধ্যেই বাস্তবায়ন

ফাতেহ ডেস্ক:

আগামী নভেম্বরের মধ্যে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাক্ষাৎকারে তিনি বলেন, এরইমধ্যে দেশের ৪০-৫০ শতাংশ আইএসপি (ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) ‘এক দেশ এক রেট’ চালু করেছে। যেসব অপারেটরের ৫০০ ও ৮০০ টাকার প্যাকেজ ছিল না তারা তা চালু করবে। আবার যারা ৮০০ টাকায় ৮ এমবিপিএস বা কমবেশি দিচ্ছিল তারা ১০ এমবিপিএস দিতে শুরু করবে। মোটামুটি সবাই শৃঙ্খলার মধ্যে আসবে। নভেম্বরে মধ্যে পুরোপুরি বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী।

বাস্তবায়ন না হওয়ার কোনও আশঙ্কা আছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, হবে বলেই আমরা আশাবাদী। কিছু সমস্যা ছিল, সেগুলো দূর হয়েছে। তাছাড়া অভিযোগ করার সুযোগ তো আছেই। বিটিআরসিতে অভিযোগ জানানো যাবে। আইএসপিএবিতেও অভিযোগ করা যাবে। আমাদের আলাদা হেল্প ডেস্ক থাকবে গ্রাহকদের জন্য।

The post ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ নভেম্বরের মধ্যেই বাস্তবায়ন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b0/

No comments:

Post a Comment