Tuesday, October 19, 2021

দলীয় প্রোগ্রামে ‘বোরকা না পরার’ নির্দেশ ছাত্রলীগ নেত্রীর!

ফাতেহ ডেস্ক:

দলীয় প্রোগ্রামে ‘বোরকা না পরার’ নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেত্রীর নাম মাসুমা ইয়াসমিন। খবর সময় টিভির।

একটি সূত্র জানায়, রবিবার (১৭ অক্টোবর) রাতে রোকেয়া হলে তার রুমে কর্মীদের ডাকেন মাসুমা ইয়াসমিন। এসময় কর্মীরা তার ডাকে সাড়া দিয়ে তার রুমে আসলে প্রথমে তিনি তাদের সঙ্গে তার রাজনৈতিক জীবনের স্মৃতি নিয়ে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে রাজনৈতিক প্রোগ্রামে বোরকা পরতে নিষেধ করেন। একইসঙ্গে প্রোগ্রাম থাকলে ক্লাসে না যাওয়ার জন্য বলেন।

এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই নেত্রীর কর্মীরা। তারা জানায়, কে কোন পোশাক পরে প্রোগ্রামে যাবে এটা একান্ত ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে নিষেধ করে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।

সময় টিভিকে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক কর্মী বলেন, ওইদিন রাতে সিনিয়রদের দিয়ে আপু আমাদের তার রুমে ডাকেন। রুমে যাওয়ার পর তিনি আমাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে তিনি বলেন, সামনে হল কমিটি। এই দেড় মাসের মধ্যে কেউ যেন বোরকা পরে প্রোগ্রামে না যায়। তবে কেউ চাইলে শুধু হিজাব পরতে পারবে।

The post দলীয় প্রোগ্রামে ‘বোরকা না পরার’ নির্দেশ ছাত্রলীগ নেত্রীর! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8/

No comments:

Post a Comment