ফাতেহ ডেস্ক:
নিষ্ক্রিয়তা জোট ছাড়ার কারণ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলাফত মজলিশ বিএনপি জোট ছেড়ে দেয়ার পর গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মাদ ইসহাক বলেছিলেন, ‘২০ দলীয় জোটে দীর্ঘ ২২ বছর যাবৎ ছিলাম। ২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটের দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নেই। রাজনৈতিক সংগঠন হিসেবে সক্রিয় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখতে জোটের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছি।’
তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০ দলীয় জোটে তাদের মতোই আমরাও (বিএনপি) একটি পার্টি। এখানে সবারই কাজ করার অধিকার রয়েছে। তারা কেন কাজ করেনি। নিষ্ক্রিয়তা জোট ছাড়ার কারণ হতে পারে না। সরকারের চাপেই জোট ছাড়ছে শরিকরা। আমরা মনে করি, সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সৃষ্টির চেষ্টা চলছে, এটা তারই অংশ।’
উল্লেখ্য, ধর্মভিত্তিক দলগুলো বিএনপি নেতৃত্বাধীন জোট ছেড়ে চলে যাচ্ছে। গত ১ অক্টোবর ২০ দলীয় জোট ছেড়ে চলে যায় খেলাফত মজলিস। এর আগে গত ১৪ জুলাই বিএনপি জোট ছাড়ে কওমি আলেমদের পুরনো দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। খেলাফত মজলিস ২০ দলীয় জোটে থাকা সর্বশেষ নিবন্ধিত ধর্মভিত্তিক দল ছিল। এর বাইরে যে কয়টি ধর্মভিত্তিক দল জোটে আছে, সেগুলো মূলত এর আগে বেরিয়ে যাওয়া দলগুলোর খণ্ডিত অংশ। জামায়াতে ইসলামী (হাইকোর্টের আদেশে নিবন্ধন বাতিল), ইসলামী ঐক্যজোট (আবদুর রকিব) ও জমিয়তে উলামায়ে ইসলামের (মনসুরুল হাসান) আরেকটি অংশ ২০ দলীয় জোটে থাকলেও তাদের নিবন্ধন নেই।
The post খেলাফত মজলিশ কেন সক্রিয় ছিল না, প্রশ্ন মির্জা ফখরুলের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%9b/
No comments:
Post a Comment