Sunday, October 3, 2021

পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনির বিরুদ্ধে ইজরাইলের মামলা

আন্তর্জাতিক ডেস্ক:

পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি কারাবন্দীর বিরুদ্ধে মামলা করেছে ইসরাইলের সরকারি আইন বিষয়ক কর্মকর্তা। কঠোর নিরাপত্তা বেষ্টিত উত্তর ইজরাইলের এক কারাগার থেকে টানেল খুঁড়ে পালিয়ে যান ওই ছয় ফিলিস্তিনি কারাবন্দী। পরে গত মাসে তাদের আবার আটক করে ইজরাইল। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

এ ছয় ফিলিস্তিনি কারাবন্দীকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার কারণে মামলা দেয়া হয়েছে। ইজরাইলের সরকারি আইন বিষয়ক কর্মকর্তা নাজারেথ কেন্দ্রীয় আদালতে তাদের বিরুদ্ধে এ মামলা দেন। এমন মামলার কারণে কারাগারে তাদের সাজার মেয়াদ আরো সাত বছর বাড়তে পারে। ইজরাইলের কান টিভি চ্যানেল এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার এ ছয় ফিলিস্তিনি কারাবন্দীকে ইজরাইলি কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। এর আগে ইজরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেথ ওই ফিলিস্তিনি কারাবন্দীদের বিরুদ্ধে তদন্ত শেষ করে।

ইজরাইলি দৈনিক ইয়েদিওথ অহরনোথ জানিয়েছে, ওই ছয় ফিলিস্তিনি কারাবন্দীকে এখন আলাদা আলাদা কারাগারে নিঃসঙ্গ অবস্থায় আটক করে রাখা হয়েছে।

৬ সেপ্টেম্বর তারিখে মুনাদিল নুফেয়াত, ইহাম কামামজি, ইয়াকুব কাদিরী, জাকারিয়া জুবাইদি, মাহমুদ আল-আরিদা ও মোহাম্মদ আল-আরিদা নামের ছয় ফিলিস্তিনি কারাবন্দী কঠোর নিরাপত্তা বেষ্টিত ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে টানেল খুঁড়ে জেলের বাইরে পালিয়ে যান। পরে তাদের পালানোর এক সপ্তাহ পর তাদেরকে আবার আটক করে ইজরাইলি সেনারা।

সূত্র : আনাদোলু এজেন্সি

The post পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনির বিরুদ্ধে ইজরাইলের মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a7%ac-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8/

No comments:

Post a Comment