আন্তর্জাতিক ডেস্ক:
বেলজিয়ামের একটি শীর্ষ আদালত ইসলামি রীতিতে পশু জবাইয়ের ওপর নিষেজ্ঞা আরোপ করায় স্থানীয় মুসলিমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যানরাইটে বেলজিয়ামের মুসলিম সংগঠনের নেতারা দেশটির সাংবিধানিক আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে শুক্রবার ঘোষণা দিয়েছেন। খবর আনাদোলুর।
গত বৃহস্পতিবার দেশটির শীর্ষ আদালত মুসলিমদের হালাল পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এ ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শুক্রবার এক বিবৃতিতে মুসলিম সংগঠন দুটি এ ব্যপারে মানবাধিকার আদালতে যাওয়ার ওই ঘোষণা দেয়।
২০১৯ সাল থেকে দেশটির অধিকার কর্মীরা মুসলিম ও ইহুদিরীতিতে পশু জবাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তাদের দাবি, এভাবে পশু জবাই করা অমাববিক কাজ। জবাইয়ের আগে অবশ্যই এগুলোকে অচেতন করে নিতে হবে।
এ ব্যাপারে মুলিমদের পাশাপাশি ইহুদিরাও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে দেশটির আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।
The post বেলজিয়ামে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, আদালতে যাচ্ছেন মুসলিম-ইহুদিরা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7/
No comments:
Post a Comment