আন্তর্জাতিক ডেস্ক:
কাতারে কেন্দ্রীয় আইনসভা শুরা কাউন্সিলে দু’জন নারীকে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জাতীয় দৈনিক গালফ নিউজ।
উপসাগরীয় দেশ কাতারের কেন্দ্রীয় আইনসভা শুরf কাউন্সিলে মোট আসন সংখ্যা ৪৫টি। দেশটির সংবিধানে ৩০টি আসনে নির্বাচনের নির্দেশনা দেওয়া আছে, বাকি ১৫ টি আসনে জনপ্রতিনিধিদের নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে আমিরের। সেই অনুযায়ী, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুই নারী শেখা বিনতে ইউসুফ আল জুফাইরি এবং হামদা বিনতে হাসান আল সুলাইতিকে নিয়োগ করেন।
চলতি বছর ০২ অক্টোবর ইতিহাসে প্রথমবারের মত জাতীয় নির্বাচন হয় কাতারে। সেই নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন নারী। তবে তাদের কেউই জয়ী হতে পারেননি।
The post আইনসভায় দুই নারীকে নিয়োগ দিলেন কাতারের আমির appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97/
No comments:
Post a Comment